শেরপুরে চলমান লকডাউনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে শ্রীবরদি উপজেলার ঝগড়ারচর বাজারে এ হামলার ঘটনা ঘটে। এতে পুলিশ ও বিজিবির চার সদস্য আহত হয়েছেন।

আহতরা হলেন- বিজিবি ৩৯ ব্যাটালিয়ন ময়মনসিংহের সদস্য মো. রুবেল খন্দকার (৩৫) ও মো. সবুজ (২০) এবং শ্রীবরদী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আজহারুল হক (৩৬) ও কনস্টেবল মো. জান্নাত (২৫)। 

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে চলমান লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন ও সানাউল মোর্শেদের নেতৃত্বে শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বাজারের কাপড় ব্যবসায়ী মো. লিটন মিয়ার সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাগবিতণ্ডা হয়। ঘটনার একপর্যায়ে স্থানীয় এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। ইটপাটকেলের আঘাতে বিজিবি সদস্য রুবেল খন্দকার ও মো. সবুজ এবং শ্রীবরদী থানার এএসআই আজহারুল হক ও কনস্টেবল মো. জান্নাত আহত হন।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। তবে ঘটনাস্থলে জানমালের নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার ঢাকা পোস্টকে জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কাউকে লাঞ্ছিত করা হয়নি। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অত্যন্ত সহনশীল মনোভাব প্রদর্শন করেছেন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জাহিদুল খান সৌরভ/আরএআর