মাদারীপুরের কালির বাজারে বিকাশের দোকানে ছিনতাইয়ের সময় সাব্বির বয়াতী (২৫) ও নাঈম হাওলাদার (১৬) নামে দুজনকে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার (৪ আগস্ট) উপজেলার কালিরবাজার এলাকায় স্মৃতি টেলিকম নামে একটি বিকাশের দোকানে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করে তাদের আটক করে। আটক সাব্বির বয়াতী পাঁচখোলা শাহেনুর বয়াতীর ছেলে ও নাঈম হাওলাদার চরনাচনা এলাকার কালাম হাওলাদারের ছেলে।

ভুক্তভোগী বিল্লাল হোসেন বলেন, দোকানে আমার বাবা লিয়াকত হোসেন ও আমার দুই ভাগিনা অপূর্ব ও মুন্নাকে বসিয়ে দুপুরে খাবার খেতে যাই। ৩টার দিকে আমার দোকানে সাব্বির বয়াতী ও নাঈম হাওলাদার নামে দুজন এসে একটি রিচার্জ কার্ড নেওয়ার কথা বলে দোকানে ভেতরে ঢুকে শাটার বন্ধ করে দেয়। বাবার কোমড়ে একটি পিস্তল ঠেকিয়ে ক্যাশ বাক্সের চাবি চায় । চাবি দিতে রাজি না হলে সাব্বির ও নাঈম আমার বাবাকে মারধর করে ও ছোট দুই ভাগিনার গলায় ছুড়ি ধরে। পরবর্তীতে তাদের চোখে মরিচের গুড়া জাতীয় কিছু ছিটিয়ে দিয়ে ক্যাশবাক্স খুলে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ভাগিনার চিৎকারে আশেপাশের লোকজন দৌড়ে এসে তাদের ধাওয়া করে হাতেনাতে আটক করে। পরে গণধোলাই দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করছে।  ভুক্তভোগী মামলা দায়ের করলে আমরা ব্যবস্থা গ্রহন করব। তাদের কাছে যে পিস্তল পাওয়া গেছে সেটার খেলনা পিস্তল ছিল।

নাজমুল মোড়ল/ওএফ