নরসিংদীতে প্রতি দিন তিন শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে দুপুরের খাবার খাচ্ছেন। সদর উপজেলার ভেলানগর এলাকায় বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে তৃতীয় দিনের মতো মেহমানখানায় খাবার খেলেন সুবিধাবঞ্চিতরা।

জানা যায়, করোনাকালীন সমাজের সুবিধাবঞ্চিতদের কথা চিন্তা করে কিছু একটা করার উদ্যোগ নেন নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ, স্থানীয় অধ্যাপক মহসিন শিকদার ও মোকারম হোসেন ভুঞাসহ কয়েকজন।

এর পর গত মঙ্গলবার শুরু হয় মেহমানখানার কার্যক্রম। প্রতি দিনই জোহরের নামাজের পর থেকে বিকেল ৩টা পর্যন্ত তিন শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ এখানে এসে খাবার গ্রহণ করে।

প্রধান উদ্যোক্তা নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ ঢাকা পোস্টকে বলেন, অধ্যাপক মহসিন শিকদার ও মোকারম হোসেনসহ কয়েকজনকে নিয়ে এ কাজ করার চিন্তা শুরু করি। ইতোমধ্যে তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, ব্যাপক সারা পেয়েছি আমরা। অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আকুতি জানিয়েছেন। অসময় দূর না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

রাকিবুল ইসলাম/এমএসআর