বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ৫ হাসপাতালে ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে ১৭ জন এবং করোনা আক্রান্ত হয়ে ১৫ জন মারা গেছেন। আরও ৮৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮ দশমিক ১৪ শতাংশ। 

বৃহস্পতিবার (০৫ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ৩৩৫ জন। এখন পর্যন্ত জেলায় ১৫ হাজার ৩৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৭ হাজার ৮১৫ জন। গত ২৪ ঘন্টায় চারজনসহ মোট মারা গেছেন ১৭০ জন।  

পটুয়াখালী জেলায় নতুন করে ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি।  এখন পর্যন্ত মোট মারা গেছেন ৮৭ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৭৫২ জন।

ভোলা জেলায় নতুন করে ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৪ হাজার ৫৮৭ জন। ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৪৫ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৬২৪ জন।

পিরোজপুর জেলায় নতুন ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৩৮ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৭৪ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৮৭১ জন।

বরগুনা জেলায় নতুন করে ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত  হয়েছেন ৩ হাজার ২০০ জন। ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৭৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৬ জন।

ঝালকাঠি জেলায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৩৭ জন। ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৬৫ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ১৫২ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৭ জন করোনার উপসর্গ নিয়ে এবং সাতজন করোনা আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান। এছাড়াও মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, ভোলা সদর হাসপাতালে তিনজন, বরগুনা সদর হাসপাতালে তিনজন, বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করোনা রোগী মারা গেছেন। 

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ২৯ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ৩৪৩ জন চিকিৎসাধীন আছেন। যার মধ্যে ১২০ জনের করোনা পজিটিভ। ২৪ ঘণ্টায় ১৮৯ জনের নমুনা আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

এর আগের ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছিল ১৪ জনের। আরটি-পিসিআর ল্যাবে শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৩৬ শতাংশ। এ সময়ে ৭৭৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে বৃহস্পতিবার (০৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ৬ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩৬ হাজার ৯৯৮ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১৪ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭০ জন।

সৈয়দ মেহেদী হাসান/আরএআর