পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় ৪০৭ জনের নমুনা পরীক্ষায় করে ১২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (০৫ আগস্ট) রাত ১২টায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া চারজন হলেন-শহরের সবুজবাগ এলাকার সোনা রানী, শহরের হেতালিয়া বাধঘাট এলাকার আবুল কালাম, বাউফলের শমরেস সাহা এবং মির্জাগঞ্জের হালিমা।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে সদরে ৫৮ জন, কলাপাড়ায় ১৬ জন, মির্জাগঞ্জে ২২ জন, দুমকীতে তিনজন, দশমিনায় তিনজন এবং বাউফলে ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩৫ জনে। জেলায় মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৭৭৮ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৯৩ শতাংশ। বিভিন্ন সময় জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৯৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার ১ দশমিক ৮শতাংশ।  

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এসপি