সোনারগাঁ উপজেলা চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা
অস্থায়ী উপজেলা চেয়ারম্যান বাবুল হোসেন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। গত ২২ জুলাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেনের মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (০৫ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। পাশাপাশি নির্বাচন কমিশনকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের শূন্য হওয়া পদটি পূরণে উপনির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে অবগত করে অপর এক চিঠিতে উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান প্যানেল থেকে ১ নম্বর ভাইস চেয়ারম্যান বাবুল হোসেনকে আর্থিক ক্ষমতা দিয়ে অস্থায়ী চেয়ারম্যান ঘোষণা করা হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম জানান, উপজেলা চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণার চিঠি পেয়েছি। এ পদে চেয়ারম্যান পদ শূন্য থাকাকালীন সময়ে ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞাপন
শেখ ফরিদ/আরএআর