করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় গাজীপুরে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩০৬ নমুনা পরীক্ষায় ১৮৬ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৩৭২ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৮২০ জন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩২ জন।

গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান শুক্রবার (০৬ আগস্ট) বিকেলে জানান, এ পর্যন্ত গাজীপুরে মোট নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ৯ হাজার ২২২ জনের। এর মধ্যে করোনার সংক্রমণ দেখা দিয়েছে ১৯ হাজার ৮২০ জনের।

২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে সর্বাধিক সদরে (মহানগর) ৮৭ জন, কাপাসিয়ায় ৫৪ জন, শ্রীপুরে ২২ জন, কালিয়াকৈরে ৯ জন এবং কালীগঞ্জে ১৪ জন রয়েছেন।

এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ১২ হাজার ৩৯ জন। এছাড়া শ্রীপুরে ২ হাজার ৫৬০ জন, কালিয়াকৈরে ২ হাজার ৬ জন, কালীগঞ্জে ১ হাজার ৪৫৭ জন এবং কাপাসিয়ায় ১ হাজার ৭৫৮ জন শনাক্ত হয়েছেন।

শিহাব খান/এমএসআর