চাঁদপুরে এক দিনে আরও ৮ জনের মৃত্যু
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল (সদর) হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শুক্রবার (৬ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনাভাইরাসে ২ ও উপসর্গে ৬ জন মারা যান।
হাসপাতালের করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানান। এক দিনে করোনায় মারা গেছেন সদর উপজেলার দক্ষিণ বালিয়ার ফরক্কাবাদ এলাকার কুলসুমা (৫৫) ও সদর উপজেলার কামরাঙার মনিহার এলাকার সাজেদা বেগম (৭০)।
বিজ্ঞাপন
উপসর্গে মৃতরা হলেন, ফরিদগঞ্জের মূলপাড়া এলাকার রোজিনা বেগম (৯০), রূপসার গাব্দেরগাঁও এলাকার লোকমান হোসেন (৬২), পশ্চিম রূপসার দেলোয়ার হোসেন (৪৫), কচুয়ার সাহিদাপুরের খালেদা (৪৫), সদর উপজেলার পুরাণবাজারের মর্জিনা বেগম (৩৫), হাজীগঞ্জের ধড্ডা এলাকার জাহানারা বেগম (৫৬)।
সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ বলেন, জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৭০৮ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৫ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৭ হাজার ৪৪১ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ হাজার ৮০ জন।
বিজ্ঞাপন
শরীফুল ইসলাম/এমএসআর