সুরাইয়া

এগারো বছরের সুরাইয়া জন্মগতভাবে বিশেষ চাহিদাসম্পন্ন। সহযোগিতা ছাড়া চলাফেরা করতে পারে না। অভাবের তাড়নায় একটি হুইলচেয়ারও কিনে দিতে পারেনি পরিবার।

তবে ‘আমরা বন্ধু ফাউন্ডেশন’র সদস্যরা মিলে হাসি ফুটিয়েছে সুরাইয়ার মুখে। শুক্রবার (৬ আগস্ট) সকাল ১০টায় হুইলচেয়ার তাকে উপহার হিসেবে দেওয়া হয়।

সুরাইয়া সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের সাজ্জাত হোসেনের মেয়ে। পার্শ্ববর্তী আটারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুরাইয়া।

সুরাইয়ার মা আঞ্জুয়ারা বেগম বলেন, মেয়েটি জন্ম থেকেই প্রতিবন্ধী। অভাবের সংসার আমাদের। একটি হুইলচেয়ারের জন্য অনেকের কাছেই গিয়েছি। তবে কেউ দেয়নি। অবশেষে মেয়ে একটি হুইলচেয়ার পেয়েছে। খুব খুশি হয়েছি। সুরাইয়ার মুখে হাসি ফুটেছে।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বন্ধু ফাউন্ডেশন’র নাহিদ হাসান জানান, মেয়েটির কষ্টের বিষয়টি দৃষ্টিতে আসার পর হুইলচেয়ার উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সিনিয়র সদস্যদের সহযোগিতায় তালা উপজেলা টিমের সদস্যরা সুরাইয়ার বাড়িতে গিয়ে উপহারটি সকালে পৌঁছে দিয়েছেন।

আকরামুল ইসলাম/এমএসআর