ঝালকা‌ঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদা‌রের বিরু‌দ্ধে আরও একটি মামলা করা হয়েছে। ঝালকাঠি যুব ম‌হিলা লী‌গের সহসভাপ‌তি ফা‌তেমা শরীফ মারধর ও শ্লীলতাহা‌নির অভিযোগ এনে বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন।

মামলায় ঝালকা‌ঠি সদর উপজেলার বা‌সিন্দা ম‌নির হোসেন ও নেয়ামুন বাশার মনকাকে আসামি করা হ‌য়ে‌ছে। বিষয়টি শনিবার (৭ আগস্ট) নি‌শ্চিত ক‌রে‌ছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।

মামলার এজাহারে জানা গেছে, ৩ আগস্ট ব‌রিশাল নগরীর সদর রোড সি‌টি ক‌লে‌জের সাম‌নে সাংবাদিক আক্কাস হোসেন ফা‌তেমা শরীফকে মারধর ও শ্লীলতাহা‌নি ঘটান। এরপর বিবাদীরা ফা‌তেমা শরীফ‌কে পা‌শের হো‌টে‌লে নি‌তে টানাহেঁচড়া কর‌লে তার সঙ্গে থাকা বান্ধবী রা‌কি জাহান ছাড়া‌তে গে‌লে বিবাদীরা তারও শ্লীলতাহা‌নি ক‌রেন। এ ছাড়া অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন ফা‌তেমা শরীফ ও তার বান্ধবী রা‌কি জাহান‌কে মারধর ক‌রেন।

এ বিষয়ে আক্কাস সিকদার বলেন, গত বছ‌রের সে‌প্টেম্বর মা‌সে আওয়ামী লীগ নেত্রী শার‌মিন মৌসুমী কেকার বিরু‌দ্ধে এক নারীর চুল কে‌টে দেওয়া ও শহীদ মিনার ভে‌ঙে ফেলা-সং‌শ্লিষ্ট সংবাদ করায় ওই নেত্রী আমার ওপর ক্ষিপ্ত হন।

তিনি আরও বলেন, শারমিন মৌসুমি কেকা ঝালকাঠি সদর থানায় ২৮ জুলাই ডি‌জিটাল নিরাপত্তা আইনে আমার বিরুদ্ধে এক‌টি মামলা করেন। এরপর তার সমর্থক এ মামলাটি করেছেন। পুরো ঘটনাই মিথ্যা। মূলত আমাকে হয়রানি করতে পরিকল্পিতভাবে মামলা দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে আক্কাস সিকদারের বিরুদ্ধে মামলা হওয়ায় তাকে প্রেসক্লাব থেকে সাময়িক অব্যাহতি দেয় বর্তমান কমিটি। তিনি চ্যানেল টোয়েন্টিফোর ও দৈনিক যুগান্তরের ঝালকাঠি প্রতিনিধি।

সৈয়দ মেহেদী হাসান/এনএ