ফাইল ছবি

পাবনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (০৬ আগস্ট) দুপুর থেকে শনিবার (০৭ আগস্ট) দুপুর পর্যন্ত তাদের মৃত্যু হয়। 

পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, হাসপাতালের করোনা ইউনিটে ৭৪ জন রোগী ভর্তি রয়েছেন। এক দিনে হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় একজন ও উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন। এছাড়াও ঢাকার হাসপাতালে আরও একজন মারা গেছেন।

মৃতদের মধ্যে পাবনা বালিকা উচ্চ বিদ্যালয়ের দিবা শিফটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারহানা তাপসী (৫০), আটঘরিয়ার দেবোত্তরের একজন, সদরের দুইজন, বেড়া উপজেলার একজন ও , ঈশ্বরদীর দুইজন রয়েছেন।

পাবনা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় পাবনায় ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন একজন। শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ।

জেলায় এখন পর্যন্ত ১ লাখ ৩৬ হাজার ৩৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৭৩৭ জনের। মারা গেছেন মোট ৩৫ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৬২ জন। প্রায় সাড়ে ৪ শতাধিক রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। সংক্রমণের হার ৭ দশমিক ৮৮ শতাংশ। সুস্থতার হার ৮২ দশমিক ৫৪ শতাংশ

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক কেএম আবু জাফর জানান, জেলায় করোনা সংক্রমণ কমছে। পরীক্ষা বেশি করা হলেও শনাক্ত কমে আসছে। পাশাপাশি হাসপাতালে রোগী ভর্তিও কমে গেছে। জনগণের মধ্যেও কিছুটা সচেতনতা আসছে। পাবনার অনেক স্বেচ্ছাসেবী সংগঠন করোনা মোকাবিলায় পুলিশের সঙ্গে কাজ করছে। 

রাকিব হাসনাত/আরএআর