ফাইল ছবি

চাঁদপুর জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৬ আগস্ট) দুপুর ২টা থেকে শনিবার (০৭ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। 

চাঁদপুর জেনারেল হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে তিনজন করোনা পজিটিভ ছিলেন। অন্য পাঁচজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। 

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর গ্রামের আনোয়ারা বেগম (৬৫), একই উপজেলার রঘুনাথপুর এলাকার খলিলুর রহমান (৫৪) ও ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া এলাকার কলমতর খান (৭০)।

এছাড়া উপসর্গে নিয়ে মারা গেছেন মতলব দক্ষিণ উপজেলার বহরি এলাকার শেফালী (৬০), শাহরাস্তি উপজেলার সূচিপাড়া এলাকার আমেনা বেগম (৮০), চাঁদপুর সদরের মধ্য তরপুরচন্ডি এলাকার ফজিলাতুন্নেসা (৭০), একই উপজেলার আশিকাটি ইউনিয়নের সেনগাও গ্রামের অনু মিয়া পাটওয়ারী (৮০) ও শরীয়তপুরের জুলেখা বেগম (৬৫)।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্যাহ বলেন, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ হাজার ৮৩৮ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৭ হাজার ৫৫৯ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ হাজার ৮৯ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১১৪ জন। বাকিরা হোম আইসোলেশনে রয়েছেন।

শরীফুল ইসলাম/আরএআর