ময়মনসিংহের তারাকান্দায় রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ২২ দিন বয়সী এক নবজাতকের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। শনিবার (০৭ আগস্ট) বিকেলে বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

শিশুটির মায়ের দাবি, শুক্রবার (০৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সাদা কাপড় পড়া দুই নারী বাচ্চাকে পানি খাওয়ানোর কথা বলে নিয়ে চলে যায়। এ ঘটনায় শনিবার দুপুরে শিশুটির মাসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় বছর আগে উপজেলা বিসকা ইউনিয়নের লালমা গ্রামে আবুল কাশেমের ছেলে হুমায়ুন মিয়ার সঙ্গে গালাগাঁও ইউনিয়নের কালনিকান্দা গ্রামের আবদুর রশিদের মেয়ে সাবিকুন্নাহারের বিয়ে হয়। ২২ দিন আগে তাদের ঘরে আসে ফুটফুটে একটি ছেলে সন্তান। তার নাম রাখা হয় সাঈম মিয়া।

নবজাতকের মা সাবিকুন্নাহার

শিশুটির মায়ের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাত ৩টার দিকে তার ঘরের দরজায় শব্দ শুনে দরজা খুলে দেখেন সাদা কাপড় পড়া দুই নারী। তারা শিশু সাঈমকে পানি খাওয়ানোর কথা বলে কোলে চায়। পরে এ কথা কাউকে বললে চরম ক্ষতি হবে জানিয়ে চুপ করে বসে থাকতে বলে বাচ্চাকে নিয়ে চলে যায়। এমন সময় সময় জ্ঞান হারিয়ে ফেলেন সাবিকুন্নাহার। কিছু সময় পর জ্ঞান ফিরলে বাচ্চাকে না পেয়ে চিৎকার শুরু করেন সাবিকুন্নাহার। 

বিষয়টি পুলিশকে জানালে শনিবার দুপুরে তারাকান্দা থানার ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় নবজাতক শিশুটির মা সাবিকুন্নাহার, তার শাশুড়ি পারভীন বেগম এবং মামি শাশুড়ি রুমা আক্তারকে হেফাজতে নেয়। 

এদিকে বিকেলে শিশুটির মরদেহ বাড়ির পাশের পুকুরে ভেসে উঠে। পরে থানায় বিষয়টি জানালে আবারও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

এ ব্যাপারে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, বিষয়টি খুবই রহস্যজনক। আমরা রহস্য উদঘাটনের চেষ্টা করছি।

উবায়দুল হক/আরএআর