নোয়াখালীতে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় এ জেলায় করোনায় মৃত্যু ২০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৩ জনে। নতুন করে আরও ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৩২৯ জনে। শনাক্তের হার ২৯ দশমিক ৭৪ শতাংশ।

শনিবার (৭ আগস্ট) রাত ১১টার দিকে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

সিভিল সার্জন জানান, নোয়াখালীর ল্যাবে ৬২২টি নমুনা পরীক্ষা করে ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরে ৪৬ জন, সুবর্ণচরে ২, হাতিয়ায় ১, চাটখিলে ১৯, সোনাইমুড়ীতে ৫৮, বেগমগঞ্জে ২৫, সেনবাগে ৩২, কোম্পানীগঞ্জে ২ এবং কবিরহাটে ৩ জন রয়েছেন।

এ নিয়ে নোয়াখালীতে করোনা শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৩২৯ জন। যার মধ্যে সদরে ৫ হাজার ৯১৭ জন এবং বিভিন্ন উপজেলার ১১ হাজার ৪১২ জন রয়েছেন।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ২০৩ জনের। যার মধ্যে সদরের ৩৬, আর বিভিন্ন উপজেলায় ১৬৭ জন রয়েছেন।

হাসিব/এসএম