নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলার উদ্ববগঞ্জ এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য দীপক কুমার বনিক দিপুর অর্থায়নে ৩ শতাধিক দরিদ্রের মধ্যে খাবার বিতরণ করা হয়।

মুক্তিযুদ্ধ মঞ্চ সোনারগাঁ উপজেলা ও পৌরসভার আয়োজনে আলোচনা সভায় অংশ নেন ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী ছগীর আহাম্মেদ, জেলা পরিষদের সদস্য নুরে আলম খান, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মাহবুব আলম মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ।

এছাড়াও সাধারণ সম্পাদক রাসেল মাহামুদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ সোহান, উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সজিব ভুইয়া, সাধারণ সম্পাদক আরিয়ান আহাম্মেদ, সোনারগাঁ পৌরসভার সভাপতি সুমিত রায়, কাচঁপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।

দীপক কুমার বনিক আলোচনা সভায় বলেন, বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন বঙ্গমাতা। স্বামীর আদর্শকে ছায়ার মতো অনুসরণ করেছেন তিনি। এই আদর্শ বাস্তবায়নের জন্য রেখেছেন অসামান্য অবদান।

শেখ-ফরিদ/এমএসআর