সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৫ নমুনা পরীক্ষা করে নতুন ৩৫২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৩৬ শতাংশ। এ সময়ে করোনায় মারা গেছেন আরও ৪ জন।

রোববার (০৮ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় সিলেটে ১৮২ জন, সুনামগঞ্জে ৩৭, হবিগঞ্জে ৯৯ এবং মৌলভীবাজারে ৩৪ জন শনাক্ত হয়েছেন। সব মিলে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৫৭১ জন।

এর মধ্যে সিলেট জেলায় ২৪ হাজার ১২৯ জন, সুনামগঞ্জে ৫ হাজার ১৫০ জন, হবিগঞ্জে ৫ হাজার ৩৯৯ জন এবং মৌলভীবাজারে ৬ হাজার ২৫৫ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে ২৪ ঘণ্টায় মৃত চারজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৭৮১ জন। এর মধ্যে সিলেট জেলার ৫৮৮ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৩৮ জন, মৌলভীবাজারের ৬২ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন মারা গেছেন।

তুহিন আহমদ/এমএসআর