ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়ে ৬ এবং উপসর্গে ৮ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪১ জন। একই সময়ে ৩৭০ নমুনা পরীক্ষা করে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৯২ জনে। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে সোমবার (৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ তথ্য জানা গেছে। মৃত ১৪ জনের মধ্যে ফরিদপুরের ৯, রাজবাড়ীতে ৪ এবং মাগুরায় ১ জন রয়েছেন।

করোনায় মৃত্যু হওয়া ৬ জন হলেন ফরিদপুর সদরের মেহের জান (৬৩), মধুখালীর আব্দুল জলিল মৃধা (৯০) ও ভাঙ্গার হালিম বেপারি (৮৫), রাজবাড়ীর কালুখালীর সুমনা (২০), হাসান আলী শেখ (৭০) এবং পাংশার সফুরা বেগম (৬৫)।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ১০৪ জনের মধ্যে ভাঙ্গায় ৫, বোযালমারীতে ২, নগরকান্দায় ১, মধুখালীতে ১২, সদরপুরে ১৯, চরভদ্রাসনে ৪, সালথায় ২ এবং ফরিদপুর সদরে ৫৯ জন রয়েছেন। বাকি ৭ জন শনাক্ত হয়েছেন র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে সোমবার (৯ আগস্ট) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ২৯১ জন।

এর মধ্যে করোনা শনাক্ত রোগী ২৩২ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি  হয়েছেন ৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৩৩ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৪১ জন।

এমএসআর