কক্সবাজারের ঈদগাঁও থেকে চার কৃষককে অপহরণ করেছেন ডাকাতরা। আর তাদের মুক্তিপণ হিসেবে ৮ লাখ টাকা দাবি করা হচ্ছে। সোমবার (৯ আগস্ট) বিকেলে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

অপহৃতরা হলেন ঈদগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরছড়া এলাকার সৈয়দ আহমেদের ছেলে কামাল উদ্দিন, গোলাম বারির ছেলে নুরুল আবছান আকাশ, মৃত হামিদ হোসেনের ছেলে মোহাম্মদ রফিক ও অপজন ট্রাক্টর চালক।

ঈদগাঁও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদুল করিম মিনার ঢাকা পোস্টকে বলেন, ঈদগাঁওয়ের মাছুয়াখালী রেঞ্জের আওতাধীন জমিতে ধানের বীজ রোপণরত অবস্থায় রোববার (৮ আগস্ট) বিকেলে চার কৃষককে অপহরণ করে ডাকাতরা।

তিনি আরও বলেন, তাদের মুক্তির জন্য ৮ লাখ টাকা দাবি করছে তারা। টাকা দেওয়ার জন্য সোমবার সকাল থেকে অপহৃত কৃষকদের পরিবারের কাছে কয়েক দফা ফোন করেছে তারা। বিষয়টি পুলিশকেও অবগত করা হয়েছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, খবর পেয়ে পাহাড়ি এলাকায় বন-বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়েছে। অপহৃত কৃষকদের উদ্ধারে চেষ্টা চলছে।

মুহিববুল্লাহ মুহিব/এমএসআ