হবিগঞ্জে করোনায় গত ২৪ ঘণ্টায় সাবেক চেম্বার প্রেসিডেন্টসহ ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১০১ জন। তিনজনের মধ্যে দুইজন সিলেটে ও একজন হবিগঞ্জ সদর হাসপাতালে মারা গেছেন।

এ নিয়ে জেলায় মোট ৪২ জন মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল।

জানা যায়, করোনায় ২৪ ঘণ্টায় হবিগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট তোকাম্মল হোসেন কামাল ও মাধবপুর উপজেলার ৩৮ বছরের এক নারী সিলেটে মারা যান। অপরদিকে হবিগঞ্জ সদর হাসপাতালে রাতে ৭০ বছরের এক বৃদ্ধা মারা যান। 

এদিকে ৩১০ নমুনার বিপরীতে ১০১ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর ৫৭, লাখাইয়ে ৮, বানিয়াচংয়ে ১০, চুনারুঘাটে ১২, নবীগঞ্জে ৩, মাধবপুরে ৯, বাহুবলে ১ ও আজমিরীগঞ্জ উপজেলায় ১ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত আক্রান্ত ৫৬২৩ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭০ জন। মৃত্যু হয়েছে ৪২ জনের।

মোহাম্মদ নুর উদ্দিন/এমএসআর