বগুড়ায় কোভিডে মৃত্যু ৬০০ ছাড়াল
বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে বগুড়ায় ৬ জন ও অন্য জেলার একজন মারা গেছেন। উপসর্গে মৃত্যু হয়েছে ২ জনের। একই সময়ে আক্রান্ত হন ১০১ জন। সুস্থ হয়েছেন আরও ১৪০ জন।
নতুন করে ছয়জনের মৃত্যু হওয়ায় জেলায় ৬০৪ জনে দাঁড়াল মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার বিকেলে (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করছেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক।
বিজ্ঞাপন
করোনায় চিকিৎসাধীন অবস্থায় নিহত বগুড়ার বাসিন্দারা হলেন মোহাম্মদ আলী হাসপাতালে জেলা সদরের আল আমিন (৩৮), মহসীন আলী (৬৯) ও আবুল হাসান (৭৭)।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শিবগঞ্জের সুফিয়া (৬০), সদরের কোহিনুর (৫৩) ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে লুৎফর রহমান (৬৮) মারা গেছেন।
বিজ্ঞাপন
দিনাজপুরের ছালমা নামের একজন বগুড়ায় করোনায় মারা গেছেন। এছাড়া বাকি একজন অন্য জেলার। নতুন ৬ জন মারা যাওয়ায় সরকারিভাবে বগুড়ায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালে ৬০৪ জনে।
ডা. সাজ্জাদ জানান, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, মোহাম্মাদ আলী হাসপাতাল ও বেসরকারি টিএমএসএস হাসপাতালে (৯ আগস্ট) ফলাফল অনুযায়ী ৪৬১ নমুনার মধ্যে ১০১ জনের করোনা পজিটিভ এসেছে।
এতে শনাক্তের হার ২১ দশমিক ০৯ ভাগ। আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৪৯ জন, শাজাহানপুরে ১৮ জন, শেরপুরে ৯ জন, কাহালুতে ৪ জন, গাবতলীতে ১২ জন, দুপচাঁচিয়ায় ৪ জন, শিবগঞ্জের ৩ জন, সারিয়াকান্দি ও সোনাতলায় ১ জন রয়েছেন।
তিনি আরেও জানান, এক দিনে সুস্থ হয়েছেন ১৪০ জন। নতুনদের মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯০৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮৮ জন। বর্তমানে বগুড়ায় ১২১৪ জন করোনা পজিটিভ রোগী রয়েছেন।
বগুড়ার বিভিন্ন হাসপাতাল ও উপজেলা কমপ্লেক্সে ৪৬৬ জন করোনায় আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল ও কলেজ হাসপাতালে ২২১ জন, মোহাম্মাদ আলী হাসপাতালে ১৬৩ জন, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৬৩ জন ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন রয়েছেন।
সাখাওয়াত হোসেন জনি/এমএসআর