বিসিসির অনুদাননির্ভর ৪১৫ কোটি টাকার বাজেট ঘোষণা
বাজেট উপস্থাপন করেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ
কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়াই বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত ১৯তম বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৪১৫ কোটি ৭২ লাখ ৩৭ হাজার ৩৬৬ টাকা। তবে এবারের বাজেটে অধিকাংশ আয়ের উৎস অনুদান।
মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে বিসিসির ফেসবুক পেজ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বাজেট উপস্থাপন করেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এটি তার তৃতীয় বাজেট।
বিজ্ঞাপন
মেয়র বলেন, এডিপির আওতায় বাস্তবায়নযোগ্য কিছু প্রকল্প আমরা প্রস্তাব করেছি। এর মধ্যে নতুন নগর ভবন নির্মাণ, বরিশাল মহানগরীর রিং রোড নির্মাণ প্রকল্প, বেলতলা ও রুপাতলী সারফেজ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দুটি ব্যবহার উপযোগীকরণসহ ওভারহেড ট্যাংক ও পানি সরবরাহ পাইপ লাইন স্থাপন প্রকল্প এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প অন্যতম।
তিনি বলেন, ২০২০-২১ অর্থ বছরে কোনো প্রকল্প না পাওয়া সত্ত্বেও আমাদের নিজস্ব অর্থায়নে এই প্রথম পাঁচ বছরের গ্যারান্টিতে ৬ কিলোমিটার সড়ক নির্মাণ, ৪১ কিলোমিটার সড়ক সংস্কার, ২০০ মিটার ফুটপাত নির্মাণ, ১ দশমিক ২০ কিলোমিটার ড্রেন কাম ফুটপাত নির্মাণ করা হয়েছে।
এ ছাড়া ৩ দশমিক ৫ কিলোমিটার খাল পুনঃখননও পরিষ্কারকরণ, ১টি সেবক কলোনির অসমাপ্ত কাজ সম্পন্ন এবং আধুনিক অ্যাসফল্ট মিক্সিং প্লান্টের সংস্কার ও উন্নয়ন করা হয়েছে। এডিস মশা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব এড়াতে বরিশাল নগরীকে কয়েকটি জোনে বিভক্ত করে নতুনভাবে জার্মানি থেকে আমদানি করা ফগার মেশিন এবং হ্যান্ড স্প্রের মাধ্যমে জীবাণুনাশক নিয়মিত ছেটানো হচ্ছে।
বিজ্ঞাপন
নিরবচ্ছিন্ন সুপেয় পানির সরবরাহ নিশ্চিতকল্পে নতুন ৩টি উৎপাদক নলকূপ স্থাপন করা হয়েছে। এ ছাড়া নতুন ৮ কিলোমিটার পানি-সংযোগ লাইন স্থাপন করায় ১০ লাখ গ্যালন পানি সরবরাহ বৃদ্ধি পেয়েছে।
বিদ্যুতায়নের জন্য ২৭৬ কোটি ৬৯ লাখ ৯৬ হাজার টাকার ডিপিপি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা অনুমোদিত হলে ১৬ হাজার ৯৪ পোল এবং ২০ হাজার ৫০৯টি নতুন সড়কবাতি স্থাপন করা সম্ভব হবে বলে জানান মেয়র সাদিক আবদুল্লাহ।
২০২০-২১ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছিল ৪২৭ কোটি ৬২ লাখ ৬৪ হাজার ৩৪৫ টাকা, যা ২০২১-২২ অর্থবছরে ঘোষিত বাজেটের চেয়ে ১১ কোটি ৯০ লাখ ২৯ হাজার ৯৭৯ টাকা কম। তবে ২০১৯-২০ অর্থবছরে ৫৪৮ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছিলেন মেয়র সাদিক, যা পরের বছরের চেয়ে ১২০ কোটি ৪৮ লাখ ৩ হাজার ৯২ টাকা বেশি।
২০২১-২২ প্রস্তাবিত বাজেটে রয়েছে রাস্তা, ড্রেন, সেতু, কালভার্ট, পুকুর ও খাল সংরক্ষণ এবং বিভিন্ন স্থানে ভৌত অবকাঠামো নির্মাণ, পুনর্নির্মাণ ও সংরক্ষণ খাতে ২৬৪ কোটি ২১ লাখ ২৪ হাজার ৯৯৮ টাকা; প্রশাসনিক ও অফিস পরিচালনা খাতে ৪১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার; বর্জ্য ব্যবস্থাপনা খাতে ৩৬ কোটি ১৫ লাখ; সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক খাতে ৪ কোটি ১৮ লাখ; স্বাস্থ্য খাতে ৯ লাখ ৬৯ হাজার ৩৮০; কোভিড ১৯ মোকাবিলায় বিভিন্ন খাতে ৬ কোটি; পানি, বিদ্যুৎ ও পরিবহন খাতে ১৯ কোটি ১৫ লাখ ৩৬ হাজার ৯৪৮; পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্য্যবর্ধন খাতে ৫ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ৪৩৩; শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও তথ্যপ্রযুক্তি খাতে ৩ কোটি ৬৩ লাখ এবং বিবিধ খাতে ২ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
তবে প্রস্তাবিত বাজেটের আয়ের বেশির ভাগ উৎসই দেখানো হয়েছে সরকারি অনুদান এবং সরকারি ও আন্তর্জাতিক বিভিন্ন উন্নয়ন সংস্থার সাহায্যনির্ভর খাত থেকে।
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মধ্যে উন্নয়ন খাতে সর্বমোট ৩২১ কোটি ১৮ লাখ ৭১ হাজার ৪৩১ টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে নিজস্ব উৎস থেকে ৬৫ দশমিক ০৬ কোটি টাকা, থোক ও বিশেষ থোক বরাদ্দ থেকে ৪৫ কোটি টাকা এবং সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পে ২১১ দশমিক ১২ কোটি টাকা, যা সর্বমোট বাজেটের ৭৮ দশমিক ৮৫ শতাংশ।
ভিডিও কনফারেন্সে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে বাজেট ঘোষণা করেন প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু।
প্রায় তিন ঘণ্টাব্যাপী বাজেট অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ প্রমুখ।
সৈয়দ মেহেদী হাসান/এনএ