শরীয়তপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার বাড়ার পাশাপাশি মৃত্যুও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। আক্রান্ত হয়ে বাসা ও হাসপাতালে ভর্তি রয়েছেন ২১৭ জন।

বুধাবার (১১ আগস্ট) বিকেলে এই তথ্য জানান সিভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিচ্ছেন ২ হাজার ২৭৮ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৯ জনের। 

২৪ ঘণ্টায় ২১৭ জন আক্রান্ত হয়েছেন ও তিনজন মারা গেছেন। এছাড়া একই সময়ে নতুন করে ৫৭২ নমুনা পরীক্ষায় ২১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এতে জেলায় শনাক্তের হার শতকরা ৩৮ শতাংশ। জেলার সদর উপজেলায় ১ জন ও নড়িয়ায় ২ জন মারা গেছেন। সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ২৬ ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩১ জন।

জেলা সিভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ বলেন, এক দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২১৭ জন। করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতাল ১১০টি শয্যা রয়েছে।

সৈয়দ মেহেদী হাসান/এমএসআর