নড়াইলে সেনাবাহিনীর ভুয়া মেজর পরিচয় দিয়ে প্রতারণাকালে এক ব্যক্তি ও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার ৫০০ টাকা, চাকরিপ্রত্যাশীদের নামে বাংলাদেশ রেলওয়ের ১৬টি ভুয়া পরিচয়পত্র, ২২টি নাগরিক সনদপত্র, ৩৫টি সার্টিফিকেটের ফটোকপি, ৪৪টি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ১৮টি জন্মসনদের ফটোকপি, বিপুল পরিমাণ ছবি উদ্ধার করা হয়।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবীর এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন মেজর পরিচয়দানকারী নয়ন কুমার সিংহ (২৮), তার দুই সহযোগী মো. মিজান শেখ (৪৫) ও মো. মিজান শেখ (৪৫)।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবীর ঢাকা পোস্টকে বলেন, নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের অবনী সিংহের ছেলে নয়ন কুমার সিংহ (২৮) নড়াইলে চলমান রেলওয়ে প্রকল্পে নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শাকিল পরিচয় দিয়ে প্রকল্পে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন।

গোপন সংবাদের মাধ্যমে পুলিশ খবর পেয়ে নড়াইল সদর থানার এসআই অপু মিত্রের নেতৃত্বে একটি দল তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মোহাম্মদ মিলন/এনএ