অতিরিক্ত বাস ভাড়া আদায় করায় নোয়াখালীর চাটখিল উপজেলায় ঢাকাগামী দুটি গণপরিবহনের কাউন্টারকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থেকে ঢাকাগামী আল বারাকা পরিবহন ও হিমালয় এক্সপ্রেসের চাটখিল বাস কাউন্টারকে এ অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতা করে চাটখিল থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যাত্রীদের কাছ থেকে ৩৫০ টাকার পরিবর্তে ৫৫০ টাকা করে ভাড়া নেওয়ার অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮০ ধারায় আল বারাকা পরিবহন কাউন্টারকে ১০ হাজার এবং হিমালয় এক্সপ্রেস কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, যাত্রীদের কাছ থেকে আদায় করা বাড়তি ভাড়া ফেরত দেওয়া হয়েছে। একইসঙ্গে এ ধরনের অপরাধমূলক কার্যকলাপে না জড়াতে কঠোর নির্দেশনা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

হাসিব আল আমিন/এসএসএইচ