গাজীপুর মহানগরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশন কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সব প্রকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত ধীরাশ্রম স্টেশনে লাইনচ্যুত হয়।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, বেলা সাড়ে ১১টার ট্রেনটি ধীরাশ্রম স্টেশন পৌঁছার আগেই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে ট্রেনটি লাইন থেকে সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হবে। কতক্ষণ সময় লাগতে পারে তা এখনও বলা যাচ্ছে না।

শিহাব খান/এমএসআর