লাশ দেখতে এলাকাবাসীর ভিড়

বরিশাল সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগলুল মোরশেদ প্রিন্সের বাবা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর মোর্শেদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা বুধবার (১১ আগস্ট) রাতে ঘরে ঢুকে তাকে হত্যা করে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে ৩০ নম্বর ওয়ার্ডের চহঠা এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন এয়ারপোর্টে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার।

মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে জড়িয়ে ধরে নিহতের ছেলে জগলুল মোরশেদের আহাজারি

তিনি জানান, আলামত অনুযায়ী ধারণা করা হচ্ছে তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

অধ্যাপক (অব.) ডা. মঞ্জুর মোর্শেদ (৭০) কাশিপুর এলাকার নব বায়ো-হোমিও চিকিৎসালয়ের স্বত্বাধিকারী। তিনি অগ্রণী ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার। তদন্ত কর্মকর্তা এয়ারপোর্টে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী

মঞ্জুর মোর্শেদ বুধবার রাতে বাসায় একা ছিলেন। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে বাসার পেছনের জানালার একটি গ্রিল ভাঙা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান। পাশাপাশি তার নাকে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

সৈয়দ মেহেদী হাসান/এমএসআর