বগুড়ায় ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু
বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনায় এবং উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৪ ও অন্য ৩ জন উপসর্গ নিয়ে মারা যান। এ সময়ে আক্রান্ত হয়েছেন ৭০ জন। সুস্থ হয়েছেন ১৪২ জন। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় মারা যাওয়া ৪ জনের মধ্যে বগুড়ার তিনজন হলেন গাবতলীর পিন্টু (৪০), সদরের শাহজাহান আলী (৬০) এবং আব্দুল্লাহ আল আহাদ (৩৬)। এছাড়া বাকি একজন অন্য জেলার। নতুন তিনজন মারা যাওয়ায় জেলায় মৃত্যু ৬০৯ জনে দাঁড়াল।
বিজ্ঞাপন
ডা. তুহিন জানান, বুধবার মোট ৩৯০ নমুনা পরীক্ষায় ৭০ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৪৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ৬ নমুনায় একজন এবং ৮৫টি অ্যান্টিজেন পরীক্ষায় ১৬ জন করোনা পজিটিভ ছিলেন।
বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৭টি নমুনায় আরও ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ৭০ জনের মধ্যে সদরের ৩৮, শাজাহানপুরে ১৩, সোনাতলায় ৬, শেরপুরে ৩, ধুনটে ৩, গাবতলীতে ৩, আদমদীঘিতে ২, শিবগঞ্জ ও দুপচাঁচিয়ায় একজন করে রয়েছেন বলে জানান তিনি।
বিজ্ঞাপন
ডা. তুহিন আরও জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে নতুন ১৪২ জনসহ সুস্থ হয়েছেন ১৮ হাজার ৩৫৮ জন এবং ১ হাজার ৮২ জন চিকিৎসাধীন রয়েছেন।
সাখাওয়াত হোসেন জনি/এমএসআর