চাঁদপুরে ১৩৯ জন অসহায়ের মাঝে ৬ লাখ ৯৫ হাজার টাকার চেক বিতরণ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহীউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।

আরও উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী।

ডিসি অঞ্জনা খান মজলিশ বলেন, ৮০ জন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীকে মোট ৪ লাখ টাকা, ৫১ জন দুস্থ ব্যক্তিকে ২ লাখ ৬৩ হাজার টাকা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ভুক্ত অসহায় পরিবারের ৪ জন এবং ৪ গরিব মেধাবী ছাত্রের শিক্ষা অনুদান বাবদ ৩২ হাজার টাকার চেক মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করা হয়।

জেলা প্রশাসক আরও বলেন, প্রত্যেক উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে বিতরণ করে দেওয়া হয়েছে। এছাড়াও করোনার এই সময় চাঁদপুর স্টেডিয়ামে অসহায়, দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ হিসেবে খাদ্যসহায়তা বিতরণ অব্যাহত রয়েছে।

শরীফুল ইসলাম/এমএসআর