রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সেবা নিতে বাধা ও প্রতারণার দায়ে সাজা হয়েছে নারীসহ ১০ জনের। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরের হাসপাতাল এলাকা থেকে আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে র‌্যাব।

এদের মধ্যে ছয়জনকে পনেরো দিন, একজকে দশ দিন, একজনকে সাত দিন এবং দুজনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউছার হামিদ।

মোহাম্মদ কাউছার হামিদ জানান, আটকের পর ওই দশজনকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরে দণ্ডিতদের জেলহাজতে পাঠানো হয়।

ফেরদৌস সিদ্দিকী/এমএসআর