বরিশাল বিভাগে এক দিনে ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৪৭৩
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ছয় হাসপাতালে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে পাঁচজন এবং করোনায় ৯ জন মারা গেছেন। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৭৩ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ২৮ শতাংশ।
শুক্রবার (১৩ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলা ভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ২২১ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৬৭০ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৯৭ জন। ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছে ১৯১ জন।
পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছেন ৬৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৬১ জন। ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ১০১ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৮ জন।
বিজ্ঞাপন
ভোলায় নতুন ১০০ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৫ হাজার ৫২৭ জন। ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৬৬ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৪ জন।
পিরোজপুরে নতুন ২৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৫৩ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৭৯ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৬১৩ জন।
বরগুনায় নতুন ৪১ জন নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৮৪ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৮১ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৩৯ জন।
ঝালকাঠিতে নতুন ১৬ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৯৭ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৬৭ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৬১১ জন।
মৃত্যুবরণকারীদের মধ্যে পাঁচজন উপসর্গ নিয়ে এবং দুজন করোনা রোগী শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন। এ ছাড়া পটুয়াখালী হাসপাতালে তিনজন, ভোলা সদর হাসপাতালে একজন, চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, পিরোজপুর সদর হাসপাতালে একজন এবং বরগুনা সদর হাসপাতালে একজন করোনা রোগী মৃত্যুবরণ করেন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ১৭ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ১৯৪ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ৫৭ জনের করোনা পজিটিভ, ১৩৭ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
২৪ ঘণ্টায় ১৯৬ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৫৫ জন পজিটিভ ও ১২৮ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।
প্রসঙ্গত, এর আগের ২৪ ঘণ্টায় (বুধবার) বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছিল ১৪ জনের। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৩৪ দশমিক ৭১ শতাংশ। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছিল ৩৭৭ জন।
বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ছয় জেলায় মোট শনাক্ত হয়েছে ৪০ হাজার ৫৯২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮৫ জন এবং সুস্থ হয়েছেন ২৩ হাজার ২৮২ জন।
সৈয়দ মেহেদী হাসান/এসপি