পাবনায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর থেকে শুক্রবার (১৩ আগস্ট) দুপুর পর্যন্ত তারা মারা যান।

পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, হাসপাতালের করোনা ইউনিটে ৬৭ জন রোগী ভর্তি রয়েছেন। এক দিনে হাসপাতালে করোনা উপসর্গে মারা গেছেন ২ জন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্তে ৩ জন ও উপসর্গে ১ জন মারা গেছেন।

উপসর্গে মৃতরা হলেন শহরের গোবিন্দা এলাকার আব্দুর রশিদের মেয়ে মলিনা খাতুন (৫৮) ও সুজানগরের আরশেদ মন্ডলের মেয়ে আমেনা আক্তার (৬৪)।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে মারা যাওয়া ৩ জন ও উপসর্গে মারা ১ জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পাবনা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় পাবনার ১০৭৬ নমুনায় ১১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন ১ জন। শনাক্তের হার ১০ দশমিক ৩২ শতাংশ।

১ লাখ ৪১ হাজার ৫৯৪ জনের প্রাপ্ত ফলাফলে মোট শনাক্ত হয়েছে ১১ হাজার ২১৫ জন। মোট মৃত্যুবরণ করেছে ৩৮ জন। সুস্থ হয়েছেন ৯ হাজার ২৭৫ জন।

রাকিব হাসনাত/এমএসআর