চাঁদপুরে করোনা ওয়ার্ডে আরও আটজনের মৃত্যু
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরও আটজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার (১৩ আগস্ট) দুপুর পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। বিকেলে চাঁদপুর সদর হাসপাতালের করোনাবিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানান।
তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন ফরিদগঞ্জের পাইকপাড়া এলাকার আলী আহম্মদ (৬৫), মতলব দক্ষিণের কালিয়াইশ এলাকার আ. হাশেম (৬০), চাঁদপুর শহরের স্ট্যান্ড রোডের বানেছা (৭১) ও ফরিদগঞ্জের কুমুড়খালী এলাকার মমতাজ বেগম (৬০)।
বিজ্ঞাপন
এছাড়া উপসর্গে মৃতরা হলেন হাজীগঞ্জের পিরোজপুর এলাকার মমতাজ বেগম (৬৫), ফরিদগঞ্জের রুস্তমপুর এলাকার আহম্মদ উল্লাহ (৬২), শাহরাস্তির আয়নাতলী-সংলগ্ন নুনিয়া এলাকার মুকছুদা বেগম (৭০) ও চাঁদপুর শহরের গুয়াখোলা রোডের বাসন্তি রানী (৬৫)।
সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ বলেন, নতুনসহ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৯৩৪ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১২ জন। একই দিনে ১১৮ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয় ৯ হাজার ৩৮০ জনকে।
বিজ্ঞাপন
শরীফুল ইসলাম/এমএসআর