রাজবাড়ী‌ সদর হাসপাত‌লে চার সন্তা‌নের জন্ম দেন রাজবাড়ী পৌরসভা এলাকার ভবানিপুরের বা‌সিন্দা সুমাইয়া আক্তার (২২)। জ‌ন্মের পর চার সন্তান মারা যাওয়ায় অ‌ঝো‌রে কাঁদ‌তে থাকেন সুমাইয়া। এ সময় তার কান্নায় ভা‌রী হ‌য়ে ও‌ঠে হাসপাতাল এলাকা।

রাজবাড়ী সদর হাসপাতা‌লের গাই‌নি ওয়া‌র্ডে ঘটনা‌টি ঘ‌টে‌। সুমাইয়া রাজবাড়ী পৌর এলাকার ভবানীপুরের বাসিন্দা রানার স্ত্রী। শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালে শিশুদের জন্ম হয়। কিন্তু জন্মের ২০ মিনিটের মাথায় তারা মারা যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সুমাইয়া আক্তারের প্রসবব্যথা উঠলে তার পরিবার তাকে গত বৃহস্পতিবার রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়।

শুক্রবার তার প্রসবব্যথা বেড়ে গেলে দুপুরে তার সিজার করা হয়। এ সময় তার দুইটি ছেলে ও দুইটি মেয়ে বাচ্চা জন্ম হয়। কিন্তু জন্মের  ২০ মিনিটের মধ্যে সব বাচ্চা মারা যায়।

গৃহবধূর স্বামী রানা বলেন, সুমাইয়া ৫ মাসের গর্ভবতী ছিলো। প্রসবব্যথা ওঠায় তার সিজার করা হয়। দেড় মাস আগেও সে একটি মৃত বাচ্চা প্রসব করেছিল।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ্বাস বলেন, সুমাইয়া গাইনি ওয়ার্ডে ভর্তি ছিল। আজ তার প্রসবব্যথা বেশি হলে সিজার করলে একসঙ্গে ৪ শিশুসন্তান জন্ম হয়। কিন্তু ২০ মিনিটের মাথায় ৪ শিশুই মারা যায়। বাচ্চাগুলো অপরিপুষ্ট থাকায় মারা যায়।

মীর সামসুজ্জামান/এমএসআর