রংপুরে শোক দিবস উপলক্ষে র্যাবের নানা আয়োজন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এতিম, দুস্থ ও অসহায় শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেছে র্যাব-১৩। এ সময় র্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুক্রবার (১৩ আগস্ট) বাদ জুমা রংপুর নগরের বাবুপাড়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা এবং পূর্ব রেলগেট নূরানী তালিমুল কোরআন হাফিজিয়া মাদরাসা লিল্লাহবডিং ও এতিমখানায় খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
এর আগে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী জাতির জনকের পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় নগরের বিভিন্ন মাদরাসায় ছাত্রদের দ্বারা পবিত্র কোরান তেলোয়াত করা হয়। জুমার নামাজের পর ব্যাটালিয়নের সদর দফতরে র্যাব-১৩ জামে মসজিদে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মুহাম্মদ আল-আমিন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে শুক্রবার কোরান খতম, এতিম ও দুস্থদের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
এছাড়া বিভিন্ন মসজিদ ও মাদরাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান করা হয়।
ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর