রাজশাহী নগরবাসী করোনা টিকার প্রথম ডোজ নিতে পারবেন আগামী শনিবার (১৪ আগস্ট) ও রোববার (১৬ আগস্ট)। কেবল নিবন্ধিতরাই এই দুই দিন সিটি করপোরেশনের ৮৪টি কেন্দ্রে টিকা নিতে পারবেন। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতি কেন্দ্রে ৩০০ জনকে মডার্নার টিকার প্রথম ডোজ নিতে পারবেন।

রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৭ ও ৮ আগস্ট নগরজুড়ে গণটিকাদান কার্যক্রম চালিয়েছে রাসিক। এই দুই দিনে ৭৮ হাজার ৮৭৩ জনকে টিকা প্রদান করা হয়।

টিকার মজুত শেষ হওয়ায় ৯ আগস্ট থেকে গণটিকাদান ক্যাম্পেইন স্থগিত ছিল। নগরবাসীর চাহিদা বিবেচনায় সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করে মডার্নার টিকা প্রদানের অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে আমরা আরও ৬০ হাজার ৪৮০ ডোজ টিকা পেয়েছি।

এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (টিচার্স ট্রেনিং কলেজ) কেন্দ্র, পুলিশ হাসপাতাল ও আইডি হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতাল কেন্দ্রে এসএমএস-প্রাপ্তরা শুধু টিকার দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন।

ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, সিটি করপোরেশন এলাকায় এখন পর্যন্ত ২ লাখ ৪৮ হাজার ৬৩৭ জনকে করোনার টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ৩৮ হাজার ৮১৯ নিয়েছে মডার্নার টিকার প্রথম ডোজ টিকা।

দুই ডোজ মিলিয়ে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন নগরীর ২ হাজার ৫৬২ জন। আর সিনোফার্মের দুই ডোজ টিকা নিয়েছেন আরও ৬ হাজার ৯৬৫ জন। টিকা নিতে নিবন্ধন করেছেন ২ লাখ ৮০ হাজার জন।

ফেরদৌস সিদ্দিকী/এমএসআর