৩ হাসপাতাল ঘুরেও মেলেনি আইসিইউ, অবশেষে গাড়িতেই মৃত্যু
সিলেটে তিন হাসপাতাল ঘুরে আইসিইউ খালি না পেয়ে গাড়িতেই মারা গেলেন করোনা আক্রান্ত এক নারী। শুক্রবার (১৩ আগস্ট) রাতে সিলেট নগরে এ ঘটনা ঘটে।
ওই নারীর নাম পিয়ারা বেগম (৩৮)। তিনি জেলার ওসমানীনগর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত ওই নারীকে তিনটি হাসপাতালে নিয়ে যান স্বজনরা। কিন্তু কোনো হাসপাতালের আইসিইউ শয্যা খালি না থাকায় তাকে ভর্তি করা যায়নি। পরে অক্সিজেনের অভাবে গাড়িতেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
পিয়ারা বেগমের আত্মীয় মো. মুজিবুর রহমান জানান, কিছু দিন ধরে সে সর্দি-জ্বরে ভুগছিলেন। শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউ খালি না পেয়ে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর নিয়ে যাওয়া হয় আল হারামাইন হাসপাতালে। সেখানেও শয্যা মেলেনি। নিরুপায় হয়ে অন্য আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে গাড়িতেই মারা যান পিয়ারা বেগম।
তুহিন আহমদ/এসপি
বিজ্ঞাপন