টাঙ্গাইলে গেল দুই দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু না হলেও গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় ৩  এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৩ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

এছাড়া উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুবরণ করেছেন ২৩৩ জন। এছাড়া একই সময়ে জেলায় ৩৮৫ নমুনা পরীক্ষায় নতুন করে ৪৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এতে জেলায় শনাক্তের হার শতকরা ১১ দশমিক ১৬ শতাংশ। ফলে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৫১৭ জনে। এদের মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ২১৮ জন।

সিভিল সার্জন ফজল আবুল মোহাম্মদ সাহাবুদ্দিন খান জানান, জেলায় কয়েকদিন করোনায় মৃত্যুর কোনো ঘটনা ছিল না। গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

অভিজিৎ ঘোষ/এমএসআর