চাঁদপুরে সাতজনের মৃত্যু, শনাক্ত ছাড়াল ১৩ হাজার
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর থেকে শনিবার (১৪ আগস্ট) দুপুর পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।
এর মধ্যে একজনের করোনা পজিটিভ ও অন্যরা উপসর্গে ভুগছিলেন। ২৪ ঘণ্টায় ২৯৩ নমুনা সংগ্রহ করে ৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে নতুনসহ জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। চাঁদপুর সদর হাসপাতালের করোনাবিষয়ক ফোকালপারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানান।
তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন শরীয়তপুরের উত্তর তারাবুনিয়া এলাকার ইয়ারুন নেছা (৮০)। শনিবার দুপুর সাড়ে ১২টায় তিনি আইসোলেশন ওয়ার্ডে মারা যান।
বিজ্ঞাপন
উপসর্গে মৃতরা হলেন চাঁদপুর সদর উপজেলার রালদিয় গ্রামের মনোয়ারা বেগম (৭০), ফরিদগঞ্জের বালিথুবার জেসমিন (৪০), চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকার আ. রহিম (৬০), মতলব দক্ষিণের দক্ষিণ নলুয়া আক্তারের লাভলী আক্তার (৩৮), ফরিদগঞ্জের দক্ষিণ বদরপুর গ্রামের আশুরা (৬০) ও লক্ষ্মীপুরের রায়পুরের বড়চর এলাকার জয়নাল আবেদীন (৭০)।
সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, চাঁদপুরে দেড় মাস ধরে অস্বাভাবিকহারে করোনা রোগী শনাক্ত হয়েছে। কয়েকদিন ধরে অবশ্য শনাক্তের হার কমে আসছে।
তিনি আরও বলেন, জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১০ জন। মৃতের সংখ্যা ২১৪ জন। এ পর্যন্ত ৯৭১৬ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ হাজার ৭৮ জন।
শরীফুল ইসলাম/এমএসআর