বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জন করোনায় এবং ৭ জন উপসর্গ নিয়ে মারা যান। একই সময়ে জেলায় আরও ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও সুস্থ হয়েছেন আরও ১৫২ জন। শনিবার (১৪ আগস্ট) দুপুরে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় মারা যাওয়া ৭ জন হলেন সদরের মাসুম বিল্লাহ (৩৬), আব্দুল মান্নান (৬২), আজিজুল হক (৬৯), রেজাউল করিম (৬৫), নওয়াব আলী (৭০), মাকছুদা বেগম (৭২) ও নন্দীগ্রামের আব্দুস সাত্তার (৫২)। এছাড়ার জেলার হাসপাতালগুলোতে করোনা উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়।

ডা. তুহিন জানান, শুক্রবার মোট ৪৭১টি নমুনা পরীক্ষায় ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৩৭জন, ১৬টি অ্যান্টিজেন পরীক্ষায় ৬ জন, বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫টি নমুনায় আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া ঢাকায় পাঠানো ১৪৯ নমুনার ফলাফলে ২৭ জন করোনায় শনাক্ত হয়েছেন। এতে আক্রান্তের হার ১৫ দশমিক ৯২ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৩২, শাজাহানপুরের ১৪, দুপচাঁচিয়ায় ১০, আদমদীঘির ৯, কাহালুতে ৯ ও গাবতলীতে একজন রয়েছেন বলে জানান তিনি।

ডা. তুহিন আরও জানান, জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ২০৮ জন আক্রান্ত হয়েছেন। নতুন করে ১৫২ জন সুস্থ হওয়ায় ১৮ হাজার ৬৬৯ জন এবং জেলায় ৯২০ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। জেলায় নতুন ৭ জন মারা যাওয়ায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৯ জনে।

সাখাওয়াত হোসেন জনি/এমএসআর