টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন করে গেল ২৪ ঘণ্টায় ৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। এতে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৩৫ জনে। একই সময়ে ৪৩৫ জনের শরীরের নমুনা পরীক্ষায় ৭০জন করোনা রোগী শনাক্ত হয়।

জেলায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা ১৬ দশমিক ০৯ শতাংশে। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৫৮৭ জন। এদের মধ্যে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৪৭০ জন।

জেলা সিভিল সার্জন ফজল আবুল মোহাম্মদ সাহাবুদ্দিন খান জানান, আগের চেয়ে জেলায় করোনা রোগীর মৃত্যুর সংখ্যা কমেছে। গেল ২৪ ঘণ্টায় জেলায় দুজনের মৃত্যু হয়েছে। তারা সবাই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

অভিজিৎ ঘোষ/এমএসআর