ফরিদপুরে ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়ে পাঁচ এবং উপসর্গে চারজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬৯ জন। একই সময়ে ২১৫ নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ২৫ শতাংশ।
এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৮১২ জনে। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে রোববার (১৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ তথ্য জানা গেছে। মৃত ৯ জনের মধ্যে ফরিদপুরের পাঁচজন, গোপালগঞ্জের তিনজন এবং মাদারীপুরের একজন রয়েছেন।
বিজ্ঞাপন
জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ৪০ জনের মধ্যে ভাঙ্গায় চারজন, বোয়ালমারীতে এক, নগরকান্দায় তিন, মধুখালীতে এক, সদরপুরে চার, সালথায় এক এবং ফরিদপুর সদরে ২৬ জন রয়েছেন। বাকি ১০ জন র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে শনাক্ত হয়েছেন।
হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে রোববার (১৫ আগস্ট) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ২২৯ জন। এর মধ্যে করোনা শনাক্ত ১৭৩ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪২ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৬৯ জন।
বিজ্ঞাপন
এমএসআর