সারাদেশে ১৫ আগস্ট শোক দিবস পালিত
আওয়ামী লীগের জেলা, উপজেলাসহ সব শাখায় এবং বিশ্ববিদ্যালয়ে এসব কর্মসূচি পালিত হয়
আজ পনেরোই আগস্ট। জাতীয় শোক দিবস। শুধু বাংলাদেশে নয়, দুনিয়াজুড়ে ভয়ংকর এক বিষাদের দিন। ইতিহাসের জঘন্যতম ও নৃশংসতম হত্যাকাণ্ড ঘটে ১৯৭৫ সালের এই কালরাতে। এদিন গোটা বাঙালি জাতিকে কলঙ্কিত করেছিল সেনাবাহিনীর উচ্ছৃঙ্খল কিছু বিপথগামী সদস্য।
সেই রাতে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে অকুতোভয় বঙ্গবন্ধু ঘাতকের বুলেটের সামনে দাঁড়িয়েও করেছিলেন প্রতিবাদ। কিন্তু ঘাতকদের নির্মম বুলেট থামিয়ে দেয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব স্বপ্ন।
বিজ্ঞাপন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস কেন্দ্রীয়ভাবে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করে বাংলাদেশ আওয়ামী লীগ। একই সঙ্গে আওয়ামী লীগের জেলা, উপজেলাসহ সব শাখায় এবং বিশ্ববিদ্যালয়ে এসব কর্মসূচি পালিত হয়। ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক, জেলা ও উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে দিনের বিভিন্ন সময়ে এসব কর্মসূচি পালিত হওয়ার খবর জানা যায়।
দেশের বিভিন্ন জেলায় পালিত হয় শোক দিবস
রংপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণের মধ্য দিয়ে রংপুরে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসের বিভিন্ন আয়োজন থেকে বঙ্গবন্ধু হত্যায় জড়িত বিদেশে পালিয়ে থাকা পলাতক খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি তোলা হয়।
বিজ্ঞাপন
রোববার (১৫ আগস্ট) সকাল ১০টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মণ্ডল।
ময়মনসিংহ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়নের শপথ নেওয়াই তাকে শ্রদ্ধার সর্বোত্তম পন্থা হিসেবে মনে করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। রোববার (১৫ আগস্ট) বেলা ১১টায় নগরীর নতুন বাজার মোড়ে জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর ছাত্রলীগ আয়োজিত দরিদ্রদের মাঝে ভোজের উদ্বোধনকালে মসিক মেয়র এসব কথা বলেন।
অনুষ্ঠানে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনির সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক তাফসীর আলম রাহাত, শাহীন আলম, মিয়া মো. নাহিদ মজলিস, মজিদুর রহমান আকাশ, মাজহারুল ইসলাম মবিন, তানজিন করিম হৃদয় ও ফাহিম ফেরদৌস ফুয়াদসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে শোক দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করছে মহানগর ছাত্রলীগ।
রাজশাহী : ঘাতকের বুলেট বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
রোববার (১৫ আগস্ট) দুপুরের দিকে নগর ভবনের সিটি হলরুমে আলোচনা সভায় জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শাহ আজম শান্তনু।
১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবন ও সকল ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। নগর ভবন ও প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ব্যানার প্রদর্শন ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।
সিলেট : সিলেটে সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।
রোববার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে সিলেট জেলা আওয়ামী লীগ। এ সময় আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি আশফাক আহমদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বরিশাল : শোক, শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় বরিশালে পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
রোববার (১৫ আগস্ট) সকাল ৬টা ২০ মিনিটে সোহেল চত্বর আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এ সময় বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দারসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
খুলনা : খুলনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
এদিন সকাল ৮টায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত জাতির পিতার ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ১৫ আগস্টে শাহাদত বরণকারী জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবার রহমান ও আলমগীর কবীরের নেতৃত্বে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের পক্ষে প্যানেল মেয়র আলী আকবর টিপু, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, কেএমপির পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পমাল্য অর্পণ করেন।
দিবসের তাৎপর্য তুলে ধরে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনলাইনে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা আঞ্চলিক তথ্য অফিসে উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া খুলনা মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করেছে।
চাঁদপুর : জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চাঁদপুর আওয়ামী লীগের উদ্যোগে সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। রোববার (১৫ আগস্ট) চাঁদপুর আউটার স্টেডিয়ামে অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ খাদ্যসহায়তা প্রদান করা হয়।
এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সহসভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আব্দুর রশিদ সর্দার, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, প্রচার সম্পাদক আবু নাছের বাচ্চু পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় তিন শতাধিক হতদরিদ্র মানুষকে খাদ্যসহায়তা দিয়েছে জেলা আওয়ামী লীগ।
রোববার (১৫ আগস্ট) দুপুরে জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩২৫ জনকে রান্না করা খাবার ও ১৫ কেজি করে চাল দেওয়া হয়।
বগুড়া : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস বগুড়ায় নানাভাবে পালিত হচ্ছে। সকাল থেকে শোক দিবসের বিভিন্ন কর্মসূচি জেলায় পালন করা হয়েছে।
সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে করে ১ মিনিট নীরবতা পালন করে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এ সময় জেলা প্রশাসক জিয়াউল হক, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীসহ সব স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
গাজীপুর : যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রোববার (১৫ আগস্ট) আওয়ামী লীগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসমূহ দিনব্যাপী পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গতাজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতউল্লাহ খান। একই সময়ে জেলা প্রশাসন কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বিকালে শহরের শহীদ এম. মুনসুর আলী অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মেরিনা জাহান কবিতা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী।
আরও বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার শফিকুল ইসলাম শফি, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ।
দেশের বিভিন্ন উপজেলায় পালিত হয় শোক দিবস
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পৃথকভাবে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। রোববার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল ওমর বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইউসুফ হাবিব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আজ আমরা সবাই বাহাদুর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল শেষে সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
রোববার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, জেলা পুলিশের বি-সার্কেল আবির হোসেন, ওসি এএফএম সায়েদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক, আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম মোগল, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ভুইয়া, দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পালিত হয় শোক দিবস
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি : ‘বঙ্গবন্ধুর তুলনা শুধু বঙ্গবন্ধুই হতে পারেন। তার মতো বিচক্ষণ নেতা বিশ্বে বিরল।’ রোববার (১৫ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) কর্তৃক জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত "বঙ্গবন্ধু ও গণমাধ্যম" শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
চবিসাসের সাধারণ সম্পাদক মুনাওয়ার রিয়াজ মুন্নার সঞ্চালনা এবং সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, আমন্ত্রিত অতিথি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া, সমিতির সহসভাপতি নাজমুস সায়াদাত, যুগ্ম সম্পাদক মিনহাজ তুহিন, সদস্য মাববুর এ রহমান।
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বেরোবি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
রোববার (১৫ আগস্ট) সকাল ৯টায় জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় অংশ নেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মতিউর রহমান, জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন আতিউর রহমান, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হলের প্রভোস্ট জনি পারভীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান।
আরও অংশগ্রহণ করেন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কবীর, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আসাদুজ্জামান মন্ডল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবু মুন্নাফ আল কিবরিয়া তুষার ও সাধারণ সম্পাদক কামরুল হাসান নোবেল প্রমুখ।
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি : একটি সার্বভৌম স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল। বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সে সপ্ন বাস্তবায়ন করেছিলেন। ইতিহাসের পাতায় সবাই মহানায়ক হয় না। মহানায়করা ইতিহাসের পরিক্রমায় যুগ যুগ ধরে বেঁচে থাকেন। ইতিহাস তার আপন মহিমায় তৈরি করে। তেমনই একজন ব্যক্তি ছিলেন বঙ্গবন্ধু।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠিত ওয়েবিনারে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. মিঠুন মুস্তাফিজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ও ইংরেজি বিভাগের প্রফেসর ড. শাহীনুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
এনএ/এমএসআর