রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুকে স্মরণ
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ নিয়ে রোববার (১৫ আগস্ট) নগরজুড়ে নানা কর্মসূচির আয়োজন ছিল। সকালে নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় নগর আওয়ামী লীগ।
নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্ব জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতারা। পরে নগর আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। দুপুরের দিকে দুস্থদের মাঝে বিতরণ করা হয় রান্না করা খাবার।
বিজ্ঞাপন
সকালে রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারার নেতৃত্বে এ সময় জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতির পিতার প্রতিকৃতিকে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর। এ সময় জেলা প্রশাসক আবদুল জলিলসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবদুল জলিলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার।
বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন, নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ও বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিরা। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক রাজশাহীর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। সেখানকার জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিবসের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে রুটিন দায়িত্বে নিযুক্ত উপাচার্য ও উপ-উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ফেরদৌস সিদ্দিকী/এমএসআর