আজ সিনোফার্ম বনাম মডার্না একাদশের খেলা
গতকালের ম্যাচে ফাইজার বনাম মডার্নার খেলায় জয় পায় মডার্না একাদশ
করোনা প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণে মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করতে অভিনব প্রচারণার আয়োজন করেছে বরিশাল শহরের স্থানীয় সংগঠন যুব ফাউন্ডেশন। সংগঠনটি একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। রোববার (১৫ আগস্ট) বিকেলে নগরীর ২৪ নং ওয়ার্ডের একটি মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম ম্যাচে ফাইজার একাদশ বনাম মডার্না একাদশের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জয় পায় মডার্না একাদশ।
ভিন্নধর্মী এই আয়োজনে ব্যাপক সাড়াও পড়েছে। এ কারণে ওই অঞ্চলের মানুষের মুখে মুখে এখন ছড়িয়ে পড়েছে করোনা টিকার নাম। আলোচনা চলছে চায়ের দোকানে। যুব সংগঠনের কর্মীরা বলছেন, এভাবে টিকার নাম ছড়িয়ে পড়লে মানুষ টিকা গ্রহণ করতে আগ্রহী হবে। আর টিকা গ্রহণ করলে মানুষ অনেকাংশে নিরাপদে থাকবে।
বিজ্ঞাপন
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন খেলার আয়োজক যুব ফাউন্ডেশনের সভাপতি শাওন আহমেদ। তিনি জানান,
সোমবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত হবে সিনোফার্ম একাদশ বনাম মডার্না একাদশ। আরও এক ম্যাচ খেলা মঙ্গলবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে নির্ধারিত হবে কারা ফাইনাল খেলবেন।
বিজ্ঞাপন
শাওন বলেন, খেলাটি নিছক প্রীতি ম্যাচ। তবে সামাজিকভাবে এর চমৎকার সাড়া পড়েছে। গতকালের ম্যাচে প্রচুর দর্শক ছিল। খেলা শেষে তারা করোনা টিকার নাম মুখস্থ করে বাড়ি ফিরছেন। অনেকে আগ্রহ প্রকাশ করেছেন শিগগিরই টিকা নেবেন। বস্তুত করোনা ভ্যাকসিন নিয়ে মানুষের মাঝে নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। তা দূর করতেই আমরা ভিন্নধর্মী এই আয়োজন করেছি। আমরা খেলা শুরুর আগে এবং বিরতির সময় উপস্থিত দর্শকদের টিকার ব্যাপারে আগ্রহী করতে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য দিয়ে উৎসাহিত করেছি।
যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জিএম রাব্বি বলেন, রোববার বিকেলে নগরীর ২৪ নং ওয়ার্ডের কাটাখালী খাল-সংলগ্ন একটি খোলা মাঠে মডার্না ও ফাইজার একাদশের মধ্যে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে খেলার নির্ধারিত ৯০ মিনিটে কেউ গোল দিতে না পারলেও পেনাল্টিতে এক গোল দিয়ে ম্যাচ জয়ী হয় মডার্না একাদশ।
তিনি জানান, এর আগে করোনা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম চালিয়ে এসেছে যুব ফাউন্ডেশন। মাস্ক বিতরণ, ইফতার বিতরণ, অসহায়দের খাদ্যসামগ্রী বিতরণ, করোনার টিকা বিনামূল্যে রেজিস্ট্রেশন করে দেওয়া এবং অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ করেছি আমরা।
যুব ফাউন্ডেশন হচ্ছে স্থানীয় তরুণদের নিয়ে গড়ে তোলা একটি সংগঠন। এর প্রায় ১০০ তরুণ সদস্য স্বেচ্ছাশ্রমে বিভিন্ন কল্যাণমুখী কাজ করছেন বলে জানান তিনি।
সৈয়দ মেহেদী হাসান/এনএ