সিলেট বিভাগে করোনায় মৃত্যু ৯শ ছাড়াল
ফাইল ছবি
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭৩টি নমুনা পরীক্ষা করে নতুন ৩৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ২০ শতাংশ। এ সময়ে মারা গেছেন আরও পাঁচজন। এ নিয়ে সিলেটে করোনায় মৃতের সংখ্যা ৯০২ জনে দাঁড়াল।
সোমবার (১৬ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের করোনা সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৬৪ জন, সুনামগঞ্জে ১৯, হবিগঞ্জে ৩৮ এবং মৌলভীবাজারে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ২৭১ জন।
এর মধ্যে সিলেট জেলায় ২৬ হাজার ৫৪৭ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৬৫১, হবিগঞ্জে ৫ হাজার ৮২৮ এবং মৌলভীবাজারে ৭ হাজার ৫৪ জন আক্রান্ত হয়েছেন।
বিজ্ঞাপন
এদিকে করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন সিলেট জেলার ও একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এছাড়া আরও একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ৯০২ জন। এর মধ্যে সিলেট জেলার ৬৫৯ জন, সুনামগঞ্জের ৬১, হবিগঞ্জের ৪৪ এবং মৌলভীবাজারের ৬৯ জন রয়েছেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৬৯ জন।
তুহিন আহমদ/আরএআর