উজানের ঢল ও টানা বৃ‌ষ্টিতে টাঙ্গাইলে যমুনা ও ধ‌লেশ্বরী নদী‌র পা‌নি বাড়ছে। এতে নিম্নাঞ্চ‌লে পা‌নি প্রবেশ করায় ত‌লি‌য়ে গে‌ছে ফস‌লি জ‌মি। এছাড়া পা‌নি বাড়ায় টাঙ্গাইল সদর, ভূঞাপুর, কা‌লিহাতী ও নাগরপুর উপ‌জেলার নদীবে‌ষ্টিত বেশ কয়েকটি গ্রা‌মে ভাঙন দেখা দি‌য়ে‌ছে। 

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে যায়, ক‌য়েক‌দিন যাবৎ যমুনা ও ধ‌লেশ্বরী নদী‌তে পা‌নি বৃ‌দ্ধি পা‌চ্ছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৫৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১২৯ সেন্টিমিটার ও   ধলেশ্বরী নদীর পানি ৩৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৮১ সেন্টিমিটার নিচ দি‌য়ে প্রবা‌হিত হ‌চ্ছে। 

স‌রেজ‌মি‌নে ভূঞাপুর উপ‌জেলার কষ্টাপাড়া, খানুরবা‌ড়ি, ভালকু‌টিয়া, চিতু‌লিয়াপাড়া এলাকায় যমুনা নদী‌তে ভাঙন দেখা গে‌ছে। গত ক‌য়েক‌দি‌নে এসব এলাকায় ভাঙনে বেশ ক‌য়েক‌টি প‌রিবার গৃহহীন হ‌য়ে প‌ড়ে‌ছে।

জানা গে‌ছে, যমুনা ও জেলার সকল নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চ‌লে পা‌নি প্রবেশ কর‌ছে। ফস‌লি জ‌মি‌তে পা‌নি ওঠায় আমন ধানসহ বি‌ভিন্ন ফসলের ক্ষ‌তি হ‌চ্ছে। কোথাও কোথাও ভাঙন শুরু হওয়ায় বসতবাড়ি হা‌রি‌য়ে নিঃস্ব হ‌য়েছেন অনেকেই। 

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, উজানের ঢলে যমুনা ও ধ‌লেশ্বরী নদী‌র পা‌নি বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে। ফলে বন্যার আশঙ্কা র‌য়ে‌ছে। যেসব এলাকায় ভাঙন শুরু হ‌য়ে‌ছে সেখানে ভাঙন‌রো‌ধে প্রাথ‌মিকভাবে জিও ব‌্যাগ ফেলা‌র কাজ শুরু হ‌য়ে‌ছে।

অভিজিৎ ঘোষ/আরএআর