চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খাবার পানি না আনায় মায়ের ছুরিকাঘাতে মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের কামার জগদইল গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহত শিশু মোসা. তানিয়া খাতুনের (৭) মা মোসা. জেসমিন খাতুনকে (৩০) আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা। 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নিজেদের কোনো পানির উৎস না থাকায় দীর্ঘদিন ধরে জগদইল গ্রামের মোশাররফ হোসেনের পরিবার দূর থেকে পানি নিয়ে এসে পান করেন। মঙ্গলবার সকালে মোশাররফের স্ত্রী জেসমিন তার মেয়ে তানিয়াকে একটি বড় বোতলে পানি আনতে পাঠান। এরপর মেয়ে বাড়িতে পানি নিয়ে না আসায় রাগে তাকে ছুরিকাঘাত করেন জেসমিন। 

নিহত তানিয়ার ছোট ভাই তামিম ও প্রতিবেশী মোসলেম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, বাড়ি থেকে অনেক দূরে হওয়ায় পানি আনতে গিয়ে ক্লান্ত হয়ে অন্য একটি বাড়িতে পানির পাত্র রেখে চলে আসে তানিয়া। বাড়িতে আসলে মেয়েকে বকাঝকা করতে করতে বাড়ির টিনের চালে থাকা ছুরি দিয়ে আঘাত করেন মা জেসমিন। বুকে ছুরি দিয়ে আঘাত করার পর তানিয়ার অনেক রক্তক্ষরণ হচ্ছিল। পরে মেয়েকে বুকে নিয়ে দৌড়ে স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যান মা জেসমিন। 
 
প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম ঢাকা পোস্টকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে তানিয়া খাতুনকে তার মা জিয়াসমিন বুকে ধরে বাড়ি থেকে চিৎকার করে বের হন। আর বলতে থাকেন আমার মেয়েকে বাঁচাও, আমার মেয়েকে বাঁচাও। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় তানিয়াকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঢাকা পোস্টকে বলেন, ঘটনার পর মা জেসমিনকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

জাহাঙ্গীর আলম/আরএআর