ময়মনসিংহে আর্থিক সহযোগিতা পেলেন নারী উদ্যোক্তা ও শিক্ষার্থীরা
ময়মনসিংহে ২৫০ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তা ও ৬০ জন নারী শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে মসিক মেয়রের অফিস কক্ষে এ সহায়তার চেক তুলে দেন মেয়র মো. ইকরামুল হক টিটু।
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ২৫০ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তা তাদের ব্যবসার উন্নয়নে এককালীন ১০ হাজার টাকা করে এবং ৬০ জন নারী শিক্ষার্থী শিক্ষা সহায়তা ও বাল্যবিয়ে রোধে ৪ হাজার ৫০০ টাকা করে দুইবারে মোট ৯ হাজার টাকা করে পাবেন।
বিজ্ঞাপন
চেক বিতরণকালে মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, নারীদের উন্নয়নে আমাদের প্রধানমন্ত্রী বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছেন। তার নেতৃত্বে দেশে অভূতপূর্ব নারী জাগরণের সৃষ্টি হয়েছে। রাষ্ট্র ও সমাজের সকল ক্ষেত্রে নারীরা আজ মর্যাদার আসনে রয়েছে। বিনা বেতনে পড়ার পাশাপাশি নিজেদের পছন্দ মতো পেশা গ্রহণ করতে পারছেন নারীরা।
তিনি আরও বলেন, আমরা প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছি। অর্থ সহায়তা, প্রশিক্ষণ, অবকাঠামো নির্মাণ, বিভিন্ন ভাতা প্রদানসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তনের চেষ্টা করছি। নারীদের সকল উন্নয়ন প্রচেষ্টার সঙ্গে আমরা আছি।
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মসিক মেয়র বলেন, এ অর্থ যথাযথ শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে হবে। একজন সচেতন সমৃদ্ধ নাগরিক হয়ে দেশের জন্য যখন তোমরা কাজ করবে তখনই এ অর্থ ব্যয় সার্থক হবে।
এ সময় ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব রাজীব সরকার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সমাজকল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা, টাউন ম্যানেজার হেনা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উবায়দুল হক/আরএআর