সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকায় দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ট্যাংক লরির চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও একজন।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী।

বুধবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের উপজেলার গাড়াদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের ও আহতের নাম-পরিচয় জানা যায়নি।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, হাটিকুমরুল-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ বকুলতলা এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি ট্যাংকলরি এসে সিএনজি দুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আর আহত হন একজন।

তিনি আরও জানান, নিহত দুজনের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া ট্যাংক লরিটি আটকের চেষ্টা চলছে।

শুভ কুমার ঘোষ/এনএ