অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ছয়জনকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী ও দুইজন শিশু রয়েছে।  বুধবার (১৮ আগস্ট) ভোর রাতে ৫৮ বিজিবির যাদবপুর বিওপির টহল দল গোপালপুর মাঠ থেকে তাদের আটক করে।

আটকরা হলেন- নড়াইল সদর থানার মির্জাপুর আরপাড়া গ্রামের মৃত মোক্তার বিশ্বাসের ছেলে মো. আলী বিশ্বাস (৩৬), মো. শামীম বিশ্বাস (২২) যশোরের মনিরামপুর থানার গৌরীপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. আল মামুন হোসেন রানা (১৪),  গোবরা গ্রামের মো. মামুন মোল্লার স্ত্রী রুমা বেগম (২৮), কালিয়া থানার পারবোমবাগ গ্রামের রাজিব মোল্লার স্ত্রী রিনা খাতুন (২২) ও মেয়ে রিমি আক্তার (৪)। 

৫৮ বিজিবির মহেশপুর ক্যাম্পের অধিনায়ক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তাদের আটক করা হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে।

আব্দুল্লাহ আল মামুন/আরএআর